সাবধান ! ডিজিটাল প্রতারক
অল্প কিছু দিন আগের কথা। পহেলা বৈশাখের পরের দিন। অটো রিকশায় আমি আর এক ভদ্র লোক। বেশ কিছু ক্ষণ সুখ-দুঃখের গল্প হল ওই অপরিচিত ব্যক্তির সাথে...
তিনি নাকি চট্টগ্রামের কোন একটা কলেজের প্রভাষক। বাসা লালমনিরহাট।ঢাকা থেকে আসার পথে ছিনতাইকারীর কবলে পড়েন... তিনি আমাকে এমন ভাবে বুঝালেন যে আমি বিষাস করতে বাধ্য হলাম। এমন কি ওনার যাতায়াতের জন্য কিছু টাকাও দিলাম......পরে জানতে পারলাম সে আসলে আমার সাথে প্রতারণা করেছে।
এই ধরনের প্রতারণার শিকার আপনিও হতে পারেন। তাই নিজে সাবধান থাকুন। অন্য কে অবহিত করুন। ডিজিটাল প্রতারক দের বিরুদ্ধে ব্যবস্থা নিন।
0 comments:
Post a Comment