Thursday, April 30, 2015



বাবুরাম সাপুড়ে

                   – সুকুমার রায় 


 বাবুরাম সাপুড়ে, 
কোথা যাস্ বাপুরে? 

আয় বাবা দেখে যা, 
দুটো সাপ রেখে যা! 
যে সাপের চোখ্ নেই, 
শিং নেই নোখ্ নেই, 
ছোটে না কি হাঁটে না, 
কাউকে যে কাটে না, 
করে নাকো ফোঁস্ ফোঁস্, 
মারে নাকো ঢুঁশ ঢাঁশ, 
নেই কোন উৎপাত, 
খায় শুধু দুধ ভাত- সেই সাপ জ্যান্ত 
গোটা দুই আনত? 
তেড়ে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা।
Posted by Unknown On 11:29 AM No comments

0 comments:

Post a Comment

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube